অভিনয়ের জন্য রিকশা চালানো শিখেছি: নভেরা

অভিনয়ের জন্য রিকশা চালানো শিখেছি: নভেরা

ভার্সেটাইল অভিনেত্রী নভেরা রহমান অভিনীত অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘রিকশাগার্ল’ সিনেমাটি আগামী ২৪ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটিতে গল্পের কেন্দ্রীয় চরিত্র ‘নাঈমা’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। নভেরা জন্ম থেকেই সহজাতভাবে একজন অভিনেত্রী। তাই ‘রিকশাগার্ল’ সংশ্লিষ্ট সবারই প্রত্যাশা ‘নাঈমা’ চরিত্র

২২ জানুয়ারি ২০২৫